বঙ্গ বিজেপিতে অব্যাহত আভ্যন্তরীণ দ্বন্দ্ব। ফের বড়সড় ভাঙনের ইঙ্গিত? তুঙ্গে জল্পনা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কি তৃণমূলে যোগ দিচ্ছেন? গত কয়েকমাস ধরে এরকমই একটি প্রশ্ন বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। সোমবার হুগলির চুঁচুড়ায় বিজেপির একটি কর্মসূচীতে লকেটের অনুপস্থিতি এই জল্পনায় আরও ইন্ধন জোগাচ্ছে।
প্রসঙ্গত, এদিন চুঁচুড়ায় দেশে নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্তি নিয়ে মিছিল করে বিজেপি। ওই মিছিলে পা মেলান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মিছিলে অনুপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অথচ মিছিলে যে ব্যানার ব্যবহার করা হয়েছিল তাতে ছবি ছিল লকেটের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ঘনীভূত হচ্ছে সংশয়। তাহলে কি লকেট পা বাড়িয়ে রয়েছেন ঘাসফুল শিবিরের দিকে? উঠছে প্রশ্ন। অস্বস্তি বাড়ছে গেরুয়া-পরিবারে।