নবী হজরত মুহাম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যেরে ঝড় গিয়ে পৌঁছল কুয়েতেও। দল যদিও নূপুর শর্মাকে বহিষ্কার করেছে তবুও থামছে না বিতর্ক। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি নূপুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। আর অন্যদিকে, নূপুরের ওই মন্তব্যের প্রতিবাদে কুয়েতের একটি সুপার মার্কেট থেকে সরিয়ে দেওয়া হল ভারতীয় পণ্য।
সংবাদসংস্থা সূত্রে খবর, কুয়েতের সুপার মার্কেট আল আরদিয়া কোঅপারেটিভ সোসাইটি ভারতের চা সহ অন্যান্য পণ্য ট্রলিতে বোঝাই করে একপাশে সরিয়ে রেখেছে। বিষয়টি ধীরে ধীরে উপসাগরের দেশগুলিতে উত্তাপ বাড়াচ্ছে।
কুয়েত সিটির বাইরের বহু সুপার মার্কেটের বাইরে ভারতীয় চাল, মশলা-সহ অন্যান্য সামগ্রীর বস্তা ডাঁই করে রাখা হয়েছে। সেগুলি বিক্রি করা হচ্ছে না। এরকমই একটি সুপার মার্কেটের সিইও নাসের আল মুতাইরি সংবাদমাধ্যমে জানিয়েছেন, সব ভারতীয় পণ্য আমরা বাইরে বের করে দিয়েছি। কুয়েতের মুসলিমরা নবির অপমান সহ্য করবে না।
উল্লেখ্য, বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে ইসলাম নিয়ে কিছু মন্তব্য করেন। আর তা করতে গিয়ে তিনি হজরত মুহাম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাতেই ভারত ও উপসাগরের দেশগুলিতে এনিয়ে তীব্র হইচই শুরু হয়ে যায়। সেই বিতর্কের জেরে দল থেকে বহিষ্কার করা হয়ে নূপুর শর্মাকে।