মেঘালয় সফরে যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ১৬ জুন একাধিক কর্মসূচি নিয়ে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে পা রাখবেন তিনি। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও অভিষেকের মেঘালয় সফরের কথা জানানো হয়েছে। মে মাসেই মেঘালয়ে অভিষেকের যাওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।
তৃণমূল সূত্রে খবর, একাধিক কর্মসূচি নিয়ে মেঘালয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদ। সে রাজ্যে দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সাংবাদিক বৈঠক এবং রাজ্যের দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। সেরাজ্যের বিশিষ্টজনদের সঙ্গেও অভিষেকের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মেঘালয় সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এর আগেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে মেঘালয়ের পর্যবেক্ষক এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। অভিষেকের মেঘালয় সফরে তাঁরাও উপস্থিত থাকবেন বলেই তৃণমূল সূত্রে খবর। মেঘালয় সফরে তাদের দেওয়া সাংগঠনিক রিপোর্ট খতিয়ে দেখে আগামী দিনে দলকে মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ঠিক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের মেঘালয় সফরের দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।