এবার গত ২৯ মে খুন হওয়া পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাহুল গান্ধী। এদিন পাঞ্জাবের মানসা জেলার মুসা গ্রামে যান কংগ্রেস নেতা। এর আগে গতকালই রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট মুসেওয়ালার বাড়িতে গিয়ে গায়কের বাবার সঙ্গে দেখা করেছিলেন। তিনি এই হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বলেন, ‘এটা দুঃখজনক যে কীভাবে আমাদের নেতাকে হত্যা করা হয়েছিল।
রাজ্যে বারবার হুমকির পরিবেশ তৈরি করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির উচিত এটি (মৃত্যু) তদন্ত করা এবং কঠোর ব্যবস্থা নেওয়া। এই ধরনের ঘটনার উদ্দেশ্য মানুষের মধ্যে ভয় তৈরি করা। মাদক মাফিয়া, সন্ত্রাসবাদী এবং গুন্ডারা পাঞ্জাবে পা রাখছে। কেন্দ্র এবং রাজ্যের উচিত এটি (সিধু মুসেওয়ালার হত্যা) তদন্ত করা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’