তৃণমূলে যোগদানের আগে থেকেই পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছিলেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছিলেন। আর তৃণমূলে ঘর ওয়াপসির পরেই এবার আরও আগ্রাসী বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা না পাওয়ায় তৃণমূলের বৃহত্তর আন্দোলনে নামলেন তিনি। সোমবার তাঁর নেতৃত্বে জগদ্দলের সার্কাস মোড় থেকে ভাটপাড়া মোড় অবধি তৃণমূলের মহামিছিল বের হয়।
অর্জুন সিং জানিয়েছেন, রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। এই মিছিলে তাঁর সঙ্গে ১০ হাজার জন মানুষ পা মিলিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্য জুড়ে সরব হয়েছে তৃণমূল। বকেয়া টাকার দাবিতে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে অভিনব মিছিল দেখা গিয়েছে।
যেমন ক্যানিংয়ের রাস্তায় ঝুড়ি, কোদাল, গ্যাস সিলিন্ডার হাতে দেখা যায় তৃণমূল বিধায়ক ও সাধারণ কর্মী সমর্থকদের। ক্যানিংয়ের অনুরূপ ছবি দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায়। সোমবার বিকেলে এই মিছিলে কোদাল মাথায় নিয়ে পা মেলায় এলাকার মানুষেরা। একই ছবি দেখা গিয়েছে খড়গপুরের দু’নম্বর ব্লকের মাদপুরে। জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের প্রতি বঞ্চনা করছে তারই প্রতিবাদে তৃণমূল নেত্রী যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন আর তার সমর্থনেই এই প্রতিবাদ মিছিল।