বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে নেই কর্মসংস্থান। ইতিমধ্যেই আশা কর্মী পদে, খাদ্য দফতরের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং মনতার স্বপ্নের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে রাজ্যে। এর মধ্যেই ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এবার নিয়োগ চলছে রাজ্য পুলিশে। রাজ্য জুড়ে প্রায় ১৬০০-এরও বেশি পদে কনস্টেবল নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। শুধু পুরুষ নয়, ফাঁকা পদ রয়েছে মহিলাদের জন্যও। ১৪১০ পুরুষ কনস্টেবলের পাশাপাশি ২৫৬ মহিলা কনস্টেবল পদেও প্রার্থী নেওয়া হবে। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা আবেদন করতে পারেন।
তবে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আবেদন কারীর বয়স যেন ১ জানুয়ারী, ২০২২-এর নিরিখে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হয়। তবে ভারতীয় সংবিধান অনুযায়ী এসসি, এসটি, ওবিসি আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় রয়েছে। এছাড়া আবেদনকারীর পূর্বে কলকাতা পুলিশের হয়ে হোমগার্ডের কাজ করার অভিজ্ঞতা থাকলেও বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে। তবে সিভিক ভল্যান্টিয়ারদের বয়সের ক্ষেত্রে কোনও ছাড় নেই।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমগোত্রীয় কোনও বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। অন্যদিকে, আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। তবে আবেদনকারী যদি দার্জিলিং বা কালিম্পং-এর মতো পাহাড়ি জেলার স্থায়ী বাসিন্দা হন তাহলে এই শর্ত তাদের উপরে কার্যকরী হবে না। আবেদন করার শেষ তারিখ ২৭ জুন।