জামাইষষ্ঠীর উৎসব উপলক্ষ্যে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। প্রচলিত রীতি অনুযায়ী মেয়ে ও জামাইয়ের সুখী দাম্পত্য জীবন কামনার্থে ও জামাইয়ের দীর্ঘায়ু কামনায় জামাই ষষ্ঠী ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা। প্রায় সব বাঙালি পরিবারে এই উৎসবটি পালন করা হয়। আর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস এই দিনটিকে ‘কন্যাশ্রী ষষ্ঠী’হিসাবে উদযাপন করেছে। মেয়েদের সম্মানিতও করেছে তারা। জামাইষষ্ঠীর মতো করেই করা হয়েছিল যাবতীয় আয়োজন। ঠালপাড়া এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে কন্যাশ্রী মেয়েদের নিয়ে কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অন্তর্গত কাঠালপাড়া এলাকায় কন্যাশ্রী মেয়েদের নিয়ে কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জেলার তৃণমূল নেত্রী তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, এছাড়া অন্যান্য মহিলা তৃণমূল নেত্রীবৃন্দ। কন্যাশ্রী মেয়েদের মঙ্গল কামনাই ছিল এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। তৃণমূলের এহেন অভিনব উদ্যোগে ভীষণ খুশি পড়ুয়ারা। কন্যাশ্রী ষষ্ঠীর প্রধান উদ্যোক্তা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আর কন্যাশ্রী তাঁর অন্যতম জনপ্রিয় প্রকল্প যেটা গোটা বিশ্বের দরবারে সমাদৃত। তাই এই প্রকল্পের কথা মাথায় রেখেই মেয়েদের সম্মান দিতে ও ছাত্রীদের মঙ্গল কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।”