একের পর এক সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হচ্ছে উপত্যকা। অবাধে কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা হচ্ছে। বাড়ি ঢুকে খুন করা হচ্ছে কাশ্মীরের নিরীহ বাসিন্দাদের। জম্মু-কাশ্মীরে ইদানীংকালে যত হত্যাকাণ্ড ও নাশকতা হচ্ছে তার জন্য দায়ী পাকিস্তানই, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এমনি রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।
কাশ্মীরে লাগাতার সন্ত্রাস পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কাশ্মীরের পুলিশ কর্তাদের নিয়ে দফায় দফায় মিটিং করেন তিনি। সেখানেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি রিপোর্ট দেয়, উপত্যকায় জঙ্গি নাশকতাকে মদত দিচ্ছে পাকিস্তান।
তাদের সাহায্য়েই কাশ্মীরের নিরীহ মানুষজনের ওপর আক্রমণ শানাচ্ছে আততায়ীরা। গোয়েন্দাদের দাবি, হিংসার ঘটনা উত্তরোত্তর বাড়ছে উপত্যকায়। এই ঘটনাগুলোর সঙ্গে জিহাদের কোনও সম্পর্ক নেই বটে, তবে উপত্যকায় অশান্তি জিইয়ে রাখার চেষ্টা করছে জঙ্গিরা। আর এর পেছনে সম্পূর্ণ সহযোগিতা রয়েছে পাকিস্তানের।