১০ জুন শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। আগামী অধিবেশনে রাজ্যপালের ডানা ছেঁটে নতুন গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে সরকার। তেমনই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে সরব হতে পারে বিরোধী পক্ষ। কিন্তু সেটা বিধানসভার লবির বাইরে। কারণ, বিরোধী দল বিজেপি আম্বেদকরের মূর্তির সামনে মক বিধানসভা করে বিরোধিতা করবে৷
তাই শাসক দলের বিধায়কদের পাঠ পড়াতে ওই দিনেই দুপুর ২ টো নাগাদ পরিষদীয় দলের বৈঠক ডেকেছে তৃণমূল। ওই দিনেই দুপুর ১ টা থেকে শুরু হবে বিশেষ অধিবেশন। চলবে ১৭ তারিখ অবধি।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক পক্ষের। অভিযোগ, রাজ্যের সঙ্গে কাজের বিষয়ে বিশেষ সমঝোতা করছেন না রাজ্যপাল। সেকারণেই তাঁকে সেই পদ থেকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার পরিকল্পনা রয়েছে সরকারের । সেইমতো মন্ত্রীসভায় প্রস্তাব পাশ হয়েছে। এবার বিধানসভায় বিল এনে তা পাশ করাতে চায় সরকার।
একইসঙ্গে বেসরকারি কলেজগুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। সেই পদে আনা হতে পারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেবিষয়েও আগামী দিনে বিল আনতে পারে সরকার। সব মিলিয়ে আগামী দিনে বিধানসভা খুললেই তা উত্তপ্ত হতে পারে। এমনটাই আঁচ পাচ্ছে তৃণমূল। তবে কোন দিন কী প্রস্তাব পাশ হবে সবিষয়ে ঠিক করতে ৯ তারিখ বৈঠকে বসতে পারে বিজনেজ অ্যাডভাইসরি কমিটি।
অন্যদিকে বিজেপি সূত্র খবর, আগামী দিনে শুভেন্দু সহ দলে সাত বিধায়পক না থাকার কারণে বিধানসভা বয়কট করতে পারে বিজেপি। প্রতিবাদ জানাতে বিধানসভায় সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের মূর্তির নীচে ‘মক অ্যাসেম্বলি সেশন’ বসিয়ে এইসব বিলগুলির বিরোধিতা করতে পারেন বিজেপি বিধায়করা।