রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে গিয়ে আগেই নিজের মুখ পুড়িয়েছেন বিমল গুরুং। জিটিএ নির্বাচন যাতে এখনই না হয়, সেই দাবিতে আমরণ অনশনে বসলেও কোনও জনসমর্থনই পাননি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। সেই অনশন কার্যত ছিল ফ্লপ শো। এরই মধ্যে এবার গুরুংকে ধাক্কা দিয়ে মোর্চার কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দেন লোপসাং লামা।
লোপসাং লামা গোর্খা জনমুক্তি মোর্চায় এই মুহূর্তে গুরুং ও রোশন গিরির পর সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন । লামার মোর্চা থেকে পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক মহল তাঁর প্রাক্তন দলের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। জিটিএর জলঢাকা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন লোপসাং লামা। উল্লেখ্য, জিটিএর ৪৫ টি আসনে লড়াই হবে। সবকটি আসনে প্রার্থী দিয়েছে অজয় এডওয়ার্ড-এর হামরো পার্টি ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ১০ আসনে লড়ছে তৃণনূল।