নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর সঙ্গীত শিল্পী কেকের অসুস্থতা এবং মৃত্যু নিয়ে মুখ খুলে সরাসরি ব্যবস্থাপকদের দায়ী করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেছিলেন, ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যারা ওখানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল তারাই দায়ী। সঙ্কটের সময়ে যে তৎপরতা প্রয়োজন ছিল তা সেদিন নেওয়া হয়নি। রাজ্যপালের এই মন্তব্য নিয়েই এবার পাল্টা তোপ দাগলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ধনকরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘রাজ্যপালের উচিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ারে গিয়ে বসা।’
প্রসঙ্গত, কেকের মৃত্যুর পরের দিনই কলকাতার মেয়র ফিরহাদ বলেছিলেন, ওখানে ২৭০০ লোক ধরার ক্ষমতা ঢুকেছিল ৭ হাজার। কী ভাবে পুলিশ নিয়ন্ত্রণ করবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা গান শুনতে গেছে। পুলিশ কি লাঠি চালাবে। যদিও শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন, নজরুল মঞ্চে ভিড় হয়েছিল ঠিকই কিন্তু মাত্রাতিরিক্ত নয়। ফলে পুলিশ অব্যবস্থার কথা কার্যত নস্যাৎ করে দিয়েছে। সেইসঙ্গে লালবাজারের তরফে এও বলা হয়েছে, কেকে-র ময়নাতদন্তের প্রাথমিক যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে কোনও অস্বাভাবিকতা নেই।
