রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই। গতকাল শুক্রবার কোবিন্দ রাষ্ট্রপতি হিসাবে শেষবারের জন্য কানপুরে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁর অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথা ভেঙে কোবিন্দ হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। যদিও সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা নয়।
এখন পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে হবে সেই নিয়ে চলছে জল্পনা। তিনিই প্রার্থী হতে চান, নিজের মুখে একথা এখনও বলেননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রসমিতির নেতা কে চন্দ্রশেখর রাও। তবে বিজেপি তথা এনডিএ প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা যৌথ প্রার্থী দিক, একাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাও।
কিন্তু টিআরএস সূত্রে খবর প্রায় হাফ ডজন মুখ্যমন্ত্রী ও প্রথম সারির নেতার সঙ্গে একান্তে বৈঠক করেও আশাবাদী নন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। বিরোধীদের তরফে যৌথ প্রার্থী দেওয়ার ব্যাপারেই তিনি কাউকে রাজি করাতে পারেননি বলে খবর। কেসিআরের ঘনিষ্ঠমহলের খবর, দিন পনেরোর মধ্যে তিনি পশ্চিমবঙ্গ ও বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। টিআরএস সূত্রে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। তাদের নেতা একবার মুখোমুখি কথা বলতে চান মমতা ও নীতীশের সঙ্গে।