একেক জনের জন্য একেক রকম নিয়ম? বিজেপির অন্দরে নিজেকে বাদ রেখে বাকি সবার জন্য নিয়ম বদলাচ্ছেন নরেন্দ্র মোদী? ব্যাপারটা কিছুটা সেইরকমই বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, খুব শীঘ্রই দলে নিয়ম আনতে চলেছে বিজেপি যা চালু হলে ৭০ বছরের বেশি বয়সিদের আর কোনও নির্বাচনে প্রার্থী করা হবে না। তাহলে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে সত্তরোর্ধ কোনও প্রার্থী দেবে না বিজেপি। এই চিন্তাধারাকে প্রয়োগ করা কাজ শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত, এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হলে, লোকসভায় জেতা বিজেপির ৩০৩ জন সাংসদের মধ্যে ৮১ জনেরই আর প্রার্থী হতে পারবেন না কারণ তাদের বয়স ৭০ বছরের বেশি।
তবে নিয়ম চালু হলেও এই তালিকায় ব্যতিক্রম নরেন্দ্র মোদী নিজে। তাঁকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী রেখেই ২০২৪-এ ভোটে লড়বে বিজেপি। মোদী নিজে স্পষ্টভাবেই জানিয়েছেন, তাঁর সরকারের সমস্ত প্রকল্প যতদিন না ১০০ শতাংশ মানুষের কাছে পৌঁছবে, ততদিন তিনি কাজ করে যাবেন। মোদ্দাকথা, আবার তিনিই হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
