জীবনের সিংহভাগ সময় আদিবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করেছিলেন তিনি। ভীমা কোরেগাঁও মামলায় তাঁকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জেলে বারে বারে অসুস্থ হয়ে পড়লেও তাঁর জামিনের আবেদনে আপত্তি তোলা হয়। শেষ পর্যন্ত গত বছর জুলাইয়ে জেলেই মারা যান তিনি। অবশেষে এবার মানবাধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামীকে মরণোত্তর মানবাধিকার রক্ষাকারী সম্মান ২০২২-এর জন্য নির্বাচিত করেছে জেনিভার মার্টিন এনালস ফাউন্ডেশন।
এক বছর আগেই স্ট্যান স্বামীকে এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু সেই খবর স্ট্যান স্বামীর কাছে পৌঁছনোর আগেই কারাগারে তাঁর মৃত্যু হয়। মরণোত্তর সম্মান প্রদানের কথা জানাতে গিয়ে সেই দুঃখজনক অধ্যায়ের কথা স্মরণ করেছেন অন্যতম জুরি হ্যান্স থুলেন৷