বিপাকে পড়লেন গায়ক রূপঙ্কর বাগচী। বলিউড গায়ক কেকে-নে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার জেরেই ঘটল ঘটনাটি। একটি কেক প্রস্তুতকারী সংস্থার জিঙ্গল গেয়েছিলেন রূপঙ্কর। জনপ্রিয় সেই জিঙ্গল নিয়ে এ বার সিদ্ধান্ত নিতে চলেছে ওই সংস্থা। বলিউড গায়ক কেকে-কে নিয়ে করা রূপঙ্করের মন্তব্যকে সমর্থন না করার কথা বলে শুক্রবার তারা নেটমাধ্যমে জানিয়েছে, জিঙ্গল নিয়ে যথা সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই ওই কেক প্রস্তুতকারী সংস্থাকে বয়কটের দাবি ওঠে নেটমাধ্যমে। তার পরেই সংস্থার তরফে লিখিত বিবৃতি দেওয়া হয়। “গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচী যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব”, জানায় সেই সংস্থা।