গত মঙ্গলবার কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকাকে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা উপত্যকা জুড়ে। তার রেশ কাটার আগেই জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন কুলগামের এক ব্যাঙ্ক কর্মী। আর এবার ফের অশান্ত কাশ্মীর! বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বুদগামে দুই পরিযায়ী শ্রমিককে গুলি করল সন্ত্রাসবাদীরা। কুলগামের ওই ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা করার কয়েক ঘণ্টা পরেই এই হামলা। দু’জনকেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, শ্রমিকরা বুদগামের চাদুরা এলাকায় একটি ইট ভাটায় কাজ করতেন। নিহতের নাম দিলখুশ কুমার। তিনি বিহারের বাসিন্দা। হামলার পর তাঁকে এসএমএইচএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দিলখুশের বুকে গুলি লাগে। আহত শ্রমিক, গুরিও বিহারের বাসিন্দা। তাঁকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সন্ত্রাসবাদীরা নির্বিচারে দুই শ্রমিকের উপর গুলি চালিয়েছিল।