আইপিএল শেষ হয়ে গিয়েছে। তাতে কী? বিশ্রাম নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ৯ জুন থেকেই মাঠে নেমে পড়বেন লোকেশ রাহুলরা। এর পর একে একে বিভিন্ন দেশে খেলতে যাবে দল। ৯ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৩৮ দিন মাঠেই কাটাবে ভারতীয় ক্রিকেট দল। সময় ১১৩ দিন (৯ জুন থেকে ৩০ সেপ্টেম্বর), এর মধ্যে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে।
রয়েছে এশিয়া কাপও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে সেই সিরিজ। এর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে সে দেশে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ২৬ এবং ২৮ জুন হবে সেই ম্যাচ। এই দু’টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের।
সাদা বলের দু’টি সিরিজের পর ভারতকে খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট। গত বছর পঞ্চম টেস্ট না খেলেই করোনার জন্য ইংল্যান্ড ছেড়েছিল ভারত। সেই টেস্ট হবে এই বছর। ১ জুলাই থেকে শুরু টেস্ট। পাঁচ দিনের সেই ম্যাচে খেলবেন বিরাট, রোহিতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজও খেলবে ভারত। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ৭ থেকে ১০ জুলাইয়ের মধ্যে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১২ থেকে ১৭ জুলাই অবধি হবে এক দিনের সিরিজ।
ইংল্যান্ড সফরের পর ভারতীয় দল চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা। সেই সিরিজের সূচি এখনও পর্যন্ত তৈরি হয়নি। জুলাই-অগাস্ট মাসের মধ্যেই হবে সেই ম্যাচগুলি। শ্রীলঙ্কাতে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। সেখানেই হবে এশিয়া কাপ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এ বারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
সেখানে ছ’টি দলের খেলার কথা। এই প্রতিযোগিতা শুরু হবে ২৭ অগস্ট। ১৫ ধরে চলবে এশিয়া কাপ। ধরে নেওয়া হচ্ছে একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলি। সেক্ষেত্রে ভারত লিগ পর্বে খেলবে পাঁচটি ম্যাচ। এর পর সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। ভারত যদি ফাইনাল খেলে তা হলে মোট সাতটি ম্যাচ খেলবে। এর পর ভারতের মাটিতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। তিনটি ম্যাচ খেলবেন অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথরা। সাদা বলেই হবে সেই সিরিজ। এশিয়া কাপে সাত দিন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ দিন টেস্ট খেললে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮ দিন মাঠে থাকবে ভারত।