বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরের কাজ যে সময় শুরু হয়েছিল, তখন থেকেই পুরীর জগন্নাথ মন্দির করিডর নির্মাণের বিষয়টি আলোচনায় উঠে এসেছিল। আর তখন থেকেই শুরু হয়েছিল বিতর্কও। আদালতেও দায়ের হয়েছিল অভিযোগের পর অভিযোগ। তবে এবার জগন্নাথ মন্দির করিডরের নির্মাণকাজ স্থগিত রাখার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শীর্ষ আদালত।
আদালতে পিটিশন দাখিলকারীর অভিযোগ ছিল, বেআইনি ভাবে এই নির্মাণকাজ চালানো হচ্ছে। নিয়মানুযায়ী উড়িষ্যা সরকারের এনওসি সার্টিফিকেট নিয়ে তবেই কাজ শুরু করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু তা করা হয়নি। এহেন অভিযোগ খারিজ হয়ে গেল এদিন। বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি হেমা কোহলির ডিভিশন বেঞ্চ এদিন জানায়, জনস্বার্থ রক্ষার মামলা করে কখনও কখনও জনস্বার্থকেই ক্ষুণ্ণ করা হচ্ছে। এদিন বিচারপতিরা জানান, এই ভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে।