ডেটিং অ্যাপ টিন্ডার একটি জনপ্রিয় সোশ্যাল সাইট। বহু তরুণ তরুণীরা সামলায় তা। সেই খানে প্রোফাইল বানিয়ে নাকি ক্রিকেটার নিয়োগ! সেকি? এ আবার কেমন অবস্থা? এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেল দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের একটি ক্রিকেট ক্লাবকে নিয়ে। টিন্ডারের মতো ডেটিং অ্যাপে এই ধরনের বিজ্ঞাপনের কথা সামনে আসতেই, তা ভাইরাল হয়ে গেছে। অ্যাপে ইঙ্গলফিল্ড গ্রিন ক্রিকেট ক্লাব নামে ক্লাবটি নিজেদের এক ৩৬ বছর বয়সী মহিলা হিসেবে পরিচয় দিয়েছে। সেখানে প্রোফাইল ছবি হিসেবে রয়েছে বাউন্ডারি লাইনের সামনে একটি বিয়ারের গ্লাস।
টিন্ডারের প্রোফাইলের নিচে লেখা রয়েছে, “ইঙ্গলফিল্ড ক্রিকেট ক্লাবের জন্য নতুন প্লেয়ার চাইছে জর্জ!” একটি ই-মেল আইডি এবং একটি টুইটার হ্যান্ডেলের উল্লেখ করে সেখানে আরও বলা হয়েছে, আগ্রহী ক্রিকেটাররা নিজেদের প্রোফাইল এখানে পাঠাতে পারেন। টিন্ডারের মতো ডেটিং অ্যাপে এই ধরনের বিজ্ঞাপনের কথা সামনে আসতেই, তা ভাইরাল হয়ে গেছে। যত না ক্রিকেটার সেই বিজ্ঞাপনে সাড়া দিয়েছেন, তার থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে তাদের। তবে, ক্লাবের তরফে জানানো হয়েছে, এটা নিতান্তই বিজ্ঞাপনী চমক ছিল। এর পিছনে আর অন্য কোনও উদ্দেশ্য ছিল না।