ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে গত বুধবার জানানো হয় যে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার সোনিয়া-পুত্রকে ২ জুনের বদলে আগামী ১৩ জুন হাজিরার নির্দেশ দিল ইডি।
প্রসঙ্গত, প্রাক্তন কংগ্রেস সভাপতি এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন। ২ জুন তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে তিনি ইডিকে চিঠি লিখেছিলেন। সেই আবেদন মেনেই ১৩ তারিখ হাজিরার জন্য নতুন তারিখ জারি করেছে ইডি।