আর মাত্র কয়েকটা দিন। তার পরই জামাইষষ্ঠীর পরব। জ্যৈষ্ঠ মাসে জামাইদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন শাশুড়িরা। ভরপুর খাওয়া-দাওয়ার আয়োজন তো থাকেই, তার সঙ্গে বাড়িতে পালিত হয় বিভিন্ন আচার অনুষ্ঠানও। কিন্তু, জামাই আদরের জন্য এবার আর কষ্ট করতে হবে না শাশুড়ি-মায়েদের। বাংলার জামাইদের সস্তায় মহাভোজ করানোর সুযোগ থাকছে। উদ্যোগ নিল খোদ রাজ্য সরকার। জামাই ষষ্ঠী উপলক্ষে ভুরিভোজের ব্যবস্থা করেছে পঞ্চায়েত দফতর। পঞ্চায়েত দফতরের অধীন ‘ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের’ উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছে জামাইষষ্ঠীর দিন।
উল্লেখ্য, অনলাইনে খাবার অর্ডার করলে বাড়িতেই পৌঁছে যাবে খাবার। তাও আবার মাত্র ৫০০ টাকায়। ৩রা জুন পর্যন্ত অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০০ টাকার দুটি আলাদা কম্ব থালি থাকছে। একটিতে থাকবে, কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, সেই সঙ্গে ইলিশ পাতুরি, ঝাড়গ্রামের বনমুরগির মাংস, আনারসের চাটনি এবং শেষ পাতে একটি শক্তিগড়ের ল্যাংচা। দ্বিতীয় থালিতে থাকছে, কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের পাঠার মাংস এবং আনারসের চাটনি, শক্তিগড়ের ল্যাংচা। সেই সঙ্গে ইলিশ পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের বন মুরগির মাংস বা পাঠার মাংস আলাদা করে অর্ডার করা যাবে। তবে অর্ডার বাতিল করতে হলে তা ২৪ ঘন্টা আগে জানাতে হবে। অনলাইন এবং ক্যাশ অন ডেলিভারি দু’ভাবেই টাকা দেওয়ার সুবিধা রয়েছে। ৮২৪০৬২২৩৪৬, ৯৭৩৪৩৯৯৯১৫, ৮১৭০৮৮৭৭৯৪ এই তিনটে নম্বরে অর্ডার করা যাবে।