কঠোর শাস্তির হল আইএস জঙ্গী মুসাউদ্দিন ওরফে মুসার। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল এনআইএ বিশেষ আদালত। রাজ্যে ধৃত প্রথম আইএস জঙ্গী মুসা। দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদী একাধিক কার্যকলাপে যুক্ত ছিল সে বিগত ২০১৩ সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণের পর থেকেই আইএস জঙ্গী মুসার খোঁজে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অবশেষে ২০১৭-র জুলাইতে সে ধরা পড়ে। প্রথমে সিআইডি-র হেফাজতে থাকলেও, পরে এনআইএ তাকে হেফাজতে নেয়। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় তাকে।
প্রসঙ্গত, আইএস যোগে মুসাকে গ্রেপ্তার করার পর তাকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। তারপর থেকেই মিলতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, শুধু ভারতে আইএস চক্র ছড়ানোর কাজ নয়, ভারতের বাইরেও এ কাজের সঙ্গে যোগ ছিল তার। মুসার সঙ্গে বিভিন্ন আইএস মডিউলের প্রতিনিধিদের নিয়মিত কথোপকথন চলত। সেই তথ্য হাতে আসে গোয়েন্দাদের। দেখা যায়, অস্ট্রেলিয়ার এক আইএস মডিউলের সঙ্গেও যোগাযোগ ছিল তার। মুসার থেকে পাওয়া যাবতীয় তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পাঠানো হয়। একটানা প্রায় পাঁচ বছর তদন্তের পর আদালত, মুসার শাস্তি ঘোষণা করল।