আজ, শুক্রবার এসএসকেএমে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলেন অনুব্রত মণ্ডল। গত বুধবারেই বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। ছিলেন চিনারপার্কের ফ্ল্যাটে। বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মত এদিন তিনি নির্ধারিত সময়ের আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল নেতা।
প্রসঙ্গত, এদিন ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের বয়ান খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা কলকাতায় চিনার পার্কের বাড়িতে পৌঁছন অনুব্রত। বুধবার বীরভূম থেকে কলকাতা আসার আগে অনুব্রত বলেছিলেন, শুক্রবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর দিন। ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা দেখবেন। জানিয়েছিলেন, এখন অসুস্থ তিনি।