এবার ফের গান্ধী পরিবারে করোনার ধাক্কা। বৃহস্পতিবারই কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছিলেন, করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আর এবার সোনিয়া কন্যা তথা দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে জানালেন যে তিনিও কোভিড পজিটিভ।
শুক্রবার প্রিয়ঙ্কা জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রিয়ঙ্কা তাঁর ঘনিষ্ঠদের উদ্দেশে জানিয়েছেন, গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্ষে এসেছিলেন, তাঁরা যেন একবার কোভিড টেস্ট করিয়ে নেন।