পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছিলেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছিলেন। তা থেকেই তৈরি হয়েছিল তাঁর ঘর ওয়াপসির জল্পনা। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দুর বারাকপুরের আসা নিয়ে কটাক্ষ করলেন তিনি। এমনকি বঙ্গ বিজেপিকে টাইটানিকের সঙ্গেও তুলনা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ।
প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে ঘর ওয়াপসির পর গারুলিয়া পুরসভার তরফে অর্জুনকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই সাংসদ বলেন, বঙ্গ বিজেপির সংগঠন এখন টাইটানিকের মত হয়ে গিয়েছে। টাইটানিক তাও ডুবতে সময়ে নিয়েছিল কিন্তু বাংলায় বিজেপির ডুবতে খুব বেশি সময় লাগবে না। টাই শুভেন্দুর ব্যারাকপুরের আসায় কিছু যায় আসে না। কে কে-র মৃত্যু নিয়ে দিলীপ ঘোষের চাঞ্চল্যকর মন্তব্যের পাল্টা কটাক্ষ করে প্রশ্ন করেন, ‘ওঁর ওপর সেন্সর করা হয়েছিল সেটা কি আবার উঠে গেল?’