জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের খোঁজ পাওয়া নিয়ে হইচই শুরু হয়েছে। মথুরার শাহী ইদগাহ নিয়েও মামলা হয়েছে। বিভিন্ন রাজ্যের মসজিদে খননের দাবি তুলছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এই আবহে ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে ভারতে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা।
বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার মান পর্যালোচনা করে প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে থাকে আমেরিকা। বিগত কয়েক বছরের মতো এবারও তারা ভারতে সংখ্যালঘুদের ধর্মাচরণের স্বাধীনতার মান নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিনকেন ওই রিপোর্ট উল্লেখ করে বলেন, ভারতে সাধারণ নাগরিক এবং ধর্মীয়স্থলগুলির উপর আক্রমণের ঘটনা ঘটছে। আমেরিকা ধর্মীয় স্বাধীনতা রক্ষার সপক্ষে কঠোর অবস্থান রক্ষা করে যাবে। তিনি চিন, আফগানিস্তান এবং পাকিস্তান নিয়েও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
২০২১-এ ভারতে সংখ্যালঘুদের উপর আক্রমণ, হত্যা, ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং নানা ধর্মীয় বিশ্বাসের মানুষের বসবাসের দেশে আমরা সাধারণ নাগরিক ও তাদের উপাসনাস্থলে হামলার ঘটনা আমরা নজর করেছি।’
রিপোর্টে চিন ও পাকিস্তানেরও কড়া সমালোচনা আছে। ব্লিনকেন বলেন, চিনে বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলামিক উপাসনালয় ধ্বংস এবং সংখ্যালঘুদের বাসস্থানের প্রতিবন্ধকতা তৈরি করে চিনা কমিউনিস্ট পার্টি তাদের মতবাদের সঙ্গতিপূর্ণ পথেই চলছে। পাকিস্তান নিয়ে তাঁর মন্তব্য, গত বছর পাকিস্তানের আদালত ধর্মান্ধতাজনিত অপরাধে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু একটিও কার্যকর করেনি সে দেশের প্রশাসন।