রাজ্য বিজেপি সভাপতির সুকান্ত মজুমদার রাজ্যকে জিএসটি বাবদ কেন্দ্র বেশি টাকা দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন। তার উত্তর দিতে গিয়ে রাজ্যের অর্থদফতরের উপদেষ্টা অমিত মিত্র রাজ্য বিজেপি সভাপতির ‘অজ্ঞতা’ নিয়ে প্রশ্ন তুললেন।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অমিত মিত্রর কটাক্ষ, ‘জিএসটি নিয়ে পড়াশোনা না করে জনসমক্ষে হাস্যকর দাবি করেছেন বটানির অধ্যাপক। তা তাঁর অজ্ঞতা’। এরপর যুক্তি দিয়ে তিনি বোঝান কী কারণে বাংলার সঙ্গে অন্যান্য রাজ্যের জিএসটি ক্ষতিপূরণের অঙ্কে ফারাক। একজন বঙ্গবাসী হিসেবে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য অর্থ চাওয়া নিয়ে সুকান্তবাবুরও সরব হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, বাংলা গুজরাটের তুলনায় জিএসটি ক্ষতিপূরণ বাবদ বেশি টাকা পেয়েছে। তারপরও শাসকদলের নেতা,মন্ত্রীরা আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন। এরই পাল্টা দিতে হিসেবে সুকান্তবাবুর মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত মিত্র। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ২০২১-২২ অর্থবর্ষে জিএসটি ঘাটতি বাবদ বাংলাকে ৬৫৯১ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, কর্ণাটক পেয়েছে সাড়ে আট হাজার কোটির বেশি। সেক্ষেত্রে স্রেফ গুজরাতের তুলনা আসছে কেন? প্রশ্ন তুলেছেন রাজ্যের অর্থদফতরের উপদেষ্টা। জিএসটি ঘাটতি কেন কেন্দ্রের তরফে দেওয়া হয় রাজ্যগুলিকে, তার ব্যাখ্যাও দিয়েছেন অমিত মিত্র।