বুধবার নজর ছিল একজনের দিকেই। তিনি আর কেউ নন। লিয়োনেল মেসি। বার্সেলোনা ছাড়ার পর থেকে গোটা জীবনটাই বদলে গিয়েছে তাঁর। প্যারিসে গিয়ে শুনতে হয়েছে ব্যঙ্গাত্মক শিস। পরিবারকে পড়তে হয়েছে কটাক্ষের মুখে। চোট-আঘাতে অনেক ম্যাচে খেলতে পারেননি। কিন্তু দেশের হয়ে এখন তিনি অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি খোলামেলা। গতকাল বুধবার কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ইউরো কাপ বিজয়ী ইটালিকে। কোপা আমেরিকার পর আবার দেশের হয়ে ট্রফি জিতলেন লিয়োনেল মেসি। ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এক সময় নামের পাশে তকমা লেগে গিয়েছিল, তিনি নাকি দেশের হয়ে ট্রফি জিততে পারেন না। সেই ধারণা গত এক বছরে ভেঙে দিয়েছেন লিয়োনেল মেসি। প্রথমে কোপা আমেরিকা। তারপর ফাইনালিসিমা। পর পর দু’বছর দেশের হয়ে দু’টি ট্রফি জিতলেন মেসি। এখন তিনি অনেক বেশি চাপমুক্ত, অনেক বেশি খোলা মনে জাতীয় দলে খেলতে পারেন।
ফাইনালিসিমাতে ঠিক সেটাই দেখা গেল। ম্যাচে গোল না করলেও মাঠজুড়ে দাপালেন মেসি। ত্রাস তৈরি করলেন বিপক্ষের মনে। গোলও পেয়ে যেতে পারতেন। অল্পের জন্য হয়নি। কিন্তু দু’টি গোলের পাস বাড়ালেন। ম্যাচের সেরা হিসাবে তাঁকে ছাড়া আর কারওর নাম ভাবা যেত না। ম্যাচের পর ভূয়সী প্রশংসা করলেন জাতীয় দলের। সাফ জানিয়ে দিলেন, এই আর্জেন্টিনা যে কোনও দলের মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে। বলেছেন, “আমরা এখন একসঙ্গে হলে একটা আলাদা শক্তি ছড়িয়ে যায় প্রত্যেকের মধ্যে। এই দলটা আগের থেকে অনেক ভাল। এত দিন এরা যে ভাবে খেলেছে, তাতে আমি প্রচণ্ড খুশি। দলের মধ্যে সব সময়েই খুশির পরিবেশ রয়েছে। দেশের হয়ে খেলতে এলে দারুণ লাগে। আমাদের এখানে থামলে হবে না। আরও উন্নতি করতে হবে। তবে আজ আমরা দেখিয়ে দিলাম, যে কোনও দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়তে পারি।”