এবার কোভিড পজিটিভ হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার এ খবর জানালেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৮ জুন সোনিয়ার হাজিরা দেওয়ার কথা। কিন্তু তার আগে করোনা আক্রান্ত হলেন তিনি।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সোনিয়া। ফেরার পর থেকে একের পর এক কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন তিনি। এর মধ্যে বুধবার সন্ধেয় হালকা জ্বর এসেছিল সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। চিকিৎসক পরীক্ষা করতেই করোনা ধরা পড়ে। আপাতত আইসোলেশনে রয়েছেন সোনিয়া। সূরযওয়ালা আরও জানিয়েছেন, ‘সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হচ্ছেন কংগ্রেস নেত্রী।’ কংগ্রেস জানিয়েছে, ৮ জুনই ইডির দপ্তরে হাজিরা দেবেন কংগ্রেস সভানেত্রী।