‘আমি সংযত চিরদিনই আছি। আমি আমার প্রয়োজনের বাইরে বলি না’। সেন্সর বিতর্ক নিয়ে মুখ খুলে দলেরই ক্ষমতাসীন গোষ্ঠীকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, ‘বিরোধী দলের ভুলভ্রান্তি নিয়ে আওয়াজ তুলি, এটাই আমার ধর্ম। এটা আমি বলবই। আমি কারও রাস্তা আটকাইনি। নিজের রাস্তা নিজে তৈরি করেছি। সেই রাস্তাতেই হাঁটব’।
যে চিঠি দলের অভ্যন্তরীণ বিষয়, সেই চিঠি সর্বসমক্ষে ফাঁস হল কী করে? সেই প্রশ্ন তুলেও পাল্টা তোপ দেগেছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি। কোনও সেন্সর নয়, তিনি যে নিজের স্টাইলেই চলবেন তা স্পষ্ট করে দিয়ে ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপবাবু বলেন, ‘আমি জানি না, এই ধরণের চিঠি মিডিয়াতে কী করে আসে। এটা সংগঠনের ব্যাপার। চিন্তার ব্যাপার আছে এর মধ্যে। যারা এসব করছেন তাঁরাই উত্তর দিতে পারবেন। এটা পার্টির ব্যাপার। যারা চিঠি লিখেছেন তাঁরাই জানেন। কীসের সেন্সর’?
দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে ‘সেন্সর’ করেছে বিজেপি। দল ও দলের নেতৃত্বের বিরুদ্ধে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করা থেকে দিলীপকে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আলটপকা মন্তব্য থেকেও তাঁকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই মর্মে মঙ্গলবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের দেওয়া একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তোলপাড় গেরুয়া শিবির তো বটেই বঙ্গের রাজনৈতিক মহলে।