বরাবরই ঈশ্বরে বিশ্বাসী তিনি। ভক্তিভরে পুজো-অর্চনা করে থাকেন। বাড়ির কালীপুজোর নিজের হাতে ভোগ রান্না করেন। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রে শীতলা দেবীর পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার সিঙ্গুরে সন্তোষীমায়ের পুজোয় যোগ দেবেন তিনি। এদিন দুপুরে ভবানীপুরের কাঁসারিপাড়ায় শীতলাপুজোয় যোগ দেন মমতা। বিগ্রহের উদ্দেশে শাড়ি ও মিষ্টি নিবেদন করেন তিনি। ভবানীপুরের এই মন্দিরে এই নিয়ে চার বার এলেন মমতা। এর আগে বিধানসভা নির্বাচনের আগে ও পরে একবার করে এসেছিলেন তিনি। এবার ১৯৫ বছরে পদার্পণ করল এই পুজো। ১০ দিন ধরে চলবে আরাধনা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, “আপনারা হয়তো জানেন না, সিঙ্গুর আন্দোলনের সময় আমি যে ২৬ দিন অনশন করেছিলাম, তখন প্রথম দিন থেকে আমি সন্তোষীমাতার ব্রত পালন শুরু করি। মাকে বলি, কৃষকরা যদি তাদের জমি ফেরত পান তাহলে তাঁকে একটা ছোট মন্দির গড়ে দেব। সঙ্গে আজীবন সন্তোষীমাতার ব্রত পালন করব আমি। সিঙ্গুরের সেই মন্দিরে আগামীকাল আমি পুজো দিতে যাব।” তিনি বলেন, “দক্ষিণ কলকাতার লেক কালিবাড়ির বগলামুখী ও সন্তোষীমাতার মূর্তি গড়িয়ে দিয়েছি আমি। মাঝে মাঝে তাদের দেখতে যাই।” পাশাপাশির সব ধর্মের প্রতি তাঁর সমান শ্রদ্ধার কথাও মনে করাতে ভোলেননি মমতা। “আমি দুর্গাপুজোয় যেমন ভোগ খাই। তেমনই ইদের আগে ইফতারে যাই। গুরুদ্বার থেকে হালুয়া চেয়ে খাই”, জানান মমতা।