ফের বিতর্কের কেন্দ্রে ভারতীয় রেল। আগামীকাল, শুক্রবার সিঙ্গুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির কামারকুণ্ডুতে রেলব্রিজ উদ্বোধন করার কথা তাঁর। ঠিক তার ২৪ ঘণ্টা আগে শুরু শোরগোল। মুখ্যমন্ত্রীর এই সেতু উদ্বোধনের প্রকল্পের কথা জানেই না রেল! কবে উদ্বোধন, তা জানতে চেয়ে হুগলীর জেলাশাসককে চিঠি পাঠালেন হাওড়ার ডিআরএম মণীশ জৈন। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রেলব্রিজটি রেল ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় তৈরি। তাই যৌথভাবেই হবে উদ্বোধন।
উল্লেখ্য, বৈদ্যবাটি-তারকেশ্বরের মধ্যে সিঙ্গুরের কাছে একটি লেবেল ক্রসিং ছিল। ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ আটকে থাকে অন্যান্য গাড়ি, পথচারীরা। তা নিয়ে সমস্যা হতো। সেই কারণে লেবেল ক্রসিংয়ের বদলে রেলব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়। রেল ও রাজ্য যৌথ উদ্যোগেই এই কাজে হাত লাগায়। ব্রিজটি তৈরি হওয়ার পর বেশ কয়েকবছর আগেই তার উদ্বোধন করেছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। রেলব্রিজ ব্যবহারের জন্য খুলেও দেওয়া হয়। কিন্তু কোনও এক জটিলতার কারণে তা ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর স্থানীয় বিধায়ক বেচারাম মান্না ফের ওই ব্রিজ চালুর দাবি জানান। সেই দাবির পর নয়া পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ফের তা নতুন করে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সম্বন্ধে অবগতই নয় রেল। বৃহস্পতিবার বিকেলে হুগলীর জেলাশাসকের কাছে এ নিয়ে চিঠি পাঠান হাওড়ার ডিআরএম। ব্রিজটি নতুন করে উদ্বোধন খবর তাদের জানা নেই, তা উল্লেখ করে একাধিক প্রশ্ন তোলা হয়েছে ওই চিঠিতে। কেন রেলমন্ত্রীকে আমন্ত্রণ করা হল না রাজ্যের তরফে? উঠছে এমনই প্রশ্ন। ফলে সবমিলিয়ে উদ্বোধনের আগেই বিতর্কের মুখে ভারতীয় রেল।