এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রবল কটাক্ষ করে বার্তা দিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বললেন, “একজন একজন করে জেলে না ঢুকিয়ে একসঙ্গে সবাইকে জেলে ঢুকিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়।” বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলেন কেজরি আশঙ্কা প্রকাশ করে জানান, নির্ভরযোগ্য সূত্রে তাঁর কাছে খবর আছে কেন্দ্রীয় সংস্থা এবার তাঁর মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করবে। অতঃপর দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, “মোদী সরকারের কাছে আমার এবং আপের তরফ থেকে অনুরোধ, একজন একজন করে গ্রেফতার না করে আমাদের সবাইকে একসঙ্গে ধরে জেলে ঢুকিয়ে দিন। আমাদের বাড়িতে তল্লাশি চালান।”
পাশাপাশি, মোদী সরকার এবং কেন্দ্রীয় সংস্থাকে কেজরির প্রশ্ন, “মণীশ সিসোদিয়া কী দুর্নীতে করেছে? মণীশের শিক্ষানীতির ফলে দিল্লীর ১৮ লক্ষ পডুয়া আজ উপকৃত হচ্ছে। আর সেই মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির। তার জন্য আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সেই মণীশের প্রাপ্য কী – জেল না পুরষ্কার।” সাংবাদিক সম্মেলনে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেও সরব হন কেজরিওয়াল। “দিল্লীর প্রতিটি মহল্লায় তৈরি হয়েছে ক্লিনিক। সেখানে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর সেই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা হল সে নাকি দুর্নীতিতে জড়িত”, মোদীকে একহাত নিয়ে জানান দিল্লীর মুখ্যমন্ত্রী।