হুগলির বৈদ্যবাটির দিক থেকে সড়ক পথে তারকেশ্বর যাওয়ার হলে সবারই আতঙ্ক থাকত, কতক্ষণ কামারকুণ্ডু লেভেল ক্রসিংইয়ে সময় লাগবে। কতক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। বহুদিনের দাবি ছিল রেলওয়ে ওভার ব্রিজের। কয়েক বছর আগে তা নির্মাণের কাজ শুরুও হয়েছিল। অবশেষে শুক্রবার সেই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেমেলিয়া থেকে ওই ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর বাজেমেলিয়া হাসপাতালের পাশে নির্মিত সন্তোষী মা মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। সড়ক পথে কলকাতা থেকে সিঙ্গুর যাবেন মমতা।
মাঝে এই রেলব্রিজ কিছু দিনের জন্য খুলে দেওয়া হয়েছিল। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তৎপর হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ব্রিজ খুলে দিয়েছিলেন। পরে আবার তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যেই আবার আন্ডারপাস ও সাবওয়ের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন বেচারাম মান্না। সেই কাজও শুরু হয়েছে। তবে কালকের পর থেকে আর গেট পেরনোর ঝঞ্ঝাট থাকবে না।