বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে নেই কর্মসংস্থান। ইতিমধ্যেই আশা কর্মী পদে, খাদ্য দফতরের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং মনতার স্বপ্নের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে রাজ্যে। এর মধ্যেই ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এবার রাজ্য সরকারের ৩টি শূন্য পদে নিয়োগ চলছে। পূর্ব বর্ধমানের জেলশাসকের অফিসে প্যারা মেডিক্যাল কর্মীর জন্য রয়েছে ১ টি শূন্যপদ। আইন ও প্রশিক্ষণ আধিকারিক-এর জন্য ১ টি শূন্যপদ। প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার-এর জন্য রয়েছে ৩ টি শূন্যপদ।
জানা গিয়েছে প্যারা মেডিক্যাল কর্মীর জন্য উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা হতে হবে। এবং এই ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। আইন ও প্রশিক্ষণ আধিকারিকের জন্য আইনে স্নাতক হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। শিশু কল্যাণ বিভাগে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক বা সমসাময়িক পরীক্ষায় পাশ করতে হবে প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার পদে আবেদনের জন্য। সঙ্গে এই ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভাল যোগাযোগের দক্ষতা থাকতে হবে। প্যারা মেডিক্যাল অফিসারের জন্য বয়সসীমা ২১-৪০ বছর। আইন ও প্রশিক্ষণ আধিকারিক পদের জন্য ১৮-৪৫ বছর। এবং প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার হওয়ার জন্য বয়সসীমা ১৮-৩৫ বছর। এই তিনটি পদে যথাক্রমে ১২,০০০ টাকা, ২৩,১০০ টাকা এবং ১২,০০০ টাকা বেতন মিলবে।