চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। ইডি-র নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।
চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাওয়ার কথা রয়েছে। সেখানে আগামী ৩ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত থাকবেন অভিষেক। এই মর্মে ইডি-র কাছে চিঠি দিয়েছিলেন তিনি। যাতে এই সময়ের মধ্যে কয়লা পাচারকাণ্ডের তদন্তের জন্য তাঁকে ডেকে না পাঠায় কেন্দ্রীয় এজেন্সি।
কিন্তু অভিষেকের আবেদন খারিজ করে দিয়ে ইডি জানিয়েছিল কয়লা পাচার কাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের বাইরে কোথাও যেতে পারবেন না অভিষেক। এরপরই বৃহস্পতিবার ইডি-র এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।