তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় নিশেষজ্ঞা জারি করল ইডি। বলা হয়েছে, এই মুহূর্তে দেশ ছেড়ে অন্য কোথায় তিনি যেতে পারবেন না। যদিও এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।
একটি গাড়ি দুর্ঘটনার পর থেকেই অভিষেকের চোখে সমস্যা রয়েছে। সেই চিকিৎসার জন্য তাঁকে বিদেশ যেতে হয়। ইডি-কে চিঠি লিখে অভিষেক জানিয়েছিলেন, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে। তাই আগামী ৩ থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন না ডাকা হয়।
কিন্তু অভিষেকের অভিযোগ, তাঁর এই চিঠির পরই ইডি জানায় বিদেশ যাওয়া চলবে না। কয়লা পাচার কাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশ ছাড়তে পারবেন না। এতেই ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডির এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন তিনি। বৃহস্পতিবারই এই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, ২০১৬ সালে বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক ছাড়াও গুরুতর আহত হয়েছিলেন তাঁর কয়েক জন নিরাপত্তারক্ষী। সেই চোখের আঘাতের চিকিৎসাতেই বিদেশ যাওয়ার কথা ছিল অভিষেকের।