২০২১ সালের জানুয়ারি মাসে পুরোপুরি ভারতে ব্যবসা বন্ধ করে দেয় টিকটক। এবার ফের ভারতে ফিরতে পারে টিকটক। বুধবার সকাল থেকে জোর জল্পনা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। টুইটার, লিংকেডিন-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার সকাল থেকে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে, যৌথ উদ্যোগে ভারতে ফের ব্যবসা করার চেষ্টা করছে বিশ্বের সবথেকে জনপ্রিয় এই শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্ম। বিভিন্ন সূত্রের খবর ইতিমধ্যে সংস্থার পুরনো কর্মীদের নিয়োগ করা শুরু করেছে।
টিকটক-এর পেরেন্ট সংস্থা বাইটেড্যান্স অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তবে একটি সরকারি সূত্রের খবর ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছে তারা। সরকারি ভাবে কোনও কাগজপত্র না জমা দিলেও প্রাথমিক বিভিন্ন বিষয় নিয়ে দু তরফে আলোচনা হয়েছে। এবং বাইটেড্যান্স এর তরফে সরকারের কাছে বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছে।
একটি সর্বভারতীয় সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের হীরানন্দানি গ্রুপের সঙ্গে জোট বাঁধছে বাইটেড্যান্স। এ বিষয়ে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সরকারের সঙ্গে সেভাবে কোনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে সংস্থার পরিকল্পনা সম্পর্কে সরকারের কাছে জানিয়েছে বাইটেড্যান্স। এর সঙ্গে ওই আধিকারিক বলেন, ‘যখনই তারা ছাড়পত্রের বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবে তখন আমরা তাদের সব বিষয় খুঁটিয়ে দেখব।’