সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেসে যোগ দিচ্ছেন না তিনি। টুইট করে জানিয়েছিলেন, তাঁদের আলোচনা ফলপ্রসূ হয়নি। এবার রীতিমতো হাতজোড় করে প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, কখনই কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না। কেন এমন কথা? তাও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস নিজেও ডুববেও, অন্যদেরও ডোবাবে।
পিকের কথায়, ‘আমি ২০১৪ সালের লোকসভায় বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর ২০১৫ সালে জেডি-ইউ, ২০১৭ সালে পাঞ্জাব, ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি, ২০২০ সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ও ২০২১ সালে বাংলা ও তামিলনাড়ু। ২০১১ থেকে ২০২১, ১১টি নির্বাচনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এর মধ্যে কেবল একটাতেই হেরেছি। ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে। সেই থেকেই আমি সিদ্ধান্ত নিই ওদের সঙ্গে কাজ করব না। কারণ তাহলে আমার ট্র্যাক রেকর্ডই খারাপ হবে।’
তাঁর দাবি, ‘এখন যা কংগ্রেসের অবস্থা, তা অনেকটাই এরকম যে, নিজে তো শোধরাব না, উলটে আমাদেরও নিয়ে ডুববে। ওদের কোনও উন্নতি নেই। আর তাই আমি কংগ্রেসের সঙ্গে আর কখনওই কাজ করব না।’ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিংয়ের বাড়িতে একটি অনুষ্ঠান ‘জন সুরজ’-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় ভোটকুশলী। সেখানেই এই কথা বলেন প্রশান্ত কিশোর।