তাঁর লাগাতার আলটপকা মন্তব্য দলকে বারবার অস্বস্তিতে ফেলছে। শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে সেন্সর করল কেন্দ্রীয় নেতৃত্ব। কড়া চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল, সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না।
কার্যত দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখতে বলল কেন্দ্রীয় নেতৃত্ব। এই নিয়ে কড়া চিঠি পাঠানো হয়েছে সর্বভারতীয় সহ সভাপতিকে। চিঠিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, আগে অনেকবার আপনাকে সতর্ক করা হয়েছে। কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না’।
দিলীপ ঘোষের এই সেন্সরে উৎফুল্ল বাবুল সুপ্রিয়। টুইটে তিনি লিখেছেন, ‘আগেই লিখেছি দিলীপ ঘোষ ভার্বাল ডায়েরিয়ার রোগী। তাঁর কোনো লজ্জা নাই, চিকিৎসাও নাই। বেশ চলছিল রোজ ভোরবেলা বাণীর-প্রাতঃকৃত্য। সারাদিন মানুষ তাতে দু’ দণ্ড হাসির খোরাক পেতো। চিঠি দিয়ে ‘রগড়ে’ দিয়ে সেটাও বন্ধ করে দিল’।
দিলীপের সঙ্গে তথাগত রায়ের অম্ল মধুর সম্পর্ক নিয়েও কম চর্চা হয় না। দিলীপের মুখে লাগাম পরানোয় তিনিও বেশ খুশি। তাঁর বক্তব্য, ‘গরিবের কথা বাসি হলে মনে পড়ে। আমি আগেই বলেছিলাম ওর কথাবার্তা দলের বহু ক্ষতি করছে। যাই হোক, যা হল ভালই হল’।