ফের সারা দেশের মধ্যে সেরার শিরোপা উঠল বাংলার মুকুটে। ২০২১-এর স্কচ স্টেট্ গভর্ন্যান্স রিপোর্ট অনুযায়ী ‘এজ অফ ডুইং বিজনেস’-এ ভারতসেরা বাংলা। আগামী ১৮ই জুন দিল্লীতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম। সেই অনুষ্ঠানেই রাজ্য পেতে চলেছে স্কচ অ্যাওয়ার্ড। ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম-এর তরফে আগামী ১৮ই জুন রাজ্যকে এই পুরস্কার দেওয়া হবে।
উল্লেখ্য, অনেকগুলি কাজের জন্য মিলিতভাবে এই পুরস্কার পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় ১০০টি অনলাইন পরিষেবা চালু, প্রায় ৫০০টি ব্যবসা সম্পর্কিত সম্মতিকরণের নিয়মকানুন হ্রাস বা সরলীকরণ, দফতর অনুযায়ী ড্যাসবোর্ড সৃষ্টি ইত্যাদি কাজ করে হয়েছে রাজ্যে। তার জন্যই এই পুরস্কার। সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কদিন আগেই শিক্ষা ব্যবস্থায় স্কচের তরফ থেকে দেশের সেরা হয়েছিল বাংলা।