২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি ৪.১% বৃদ্ধি পেয়েছে। বার্ষিক বৃদ্ধির হার বেড়ে ৮.৭%-এ পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্যে এমনটাই উল্লেখ করা হয়েছে।
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে বৃদ্ধি তার আগের ত্রৈমাসিকের ( অক্টোবর-ডিসেম্বর) তুলনায় কম। অক্টোবর-ডিসেম্বরে এই হারটি ছিল ৫.৪%।
জাতীয় পরিসংখ্যান দফতরের প্রকাশিত তথ্য অনুসারে, তার আগের বছর, অর্থাত্ ২০২০-২১ সালের জানুয়ারি-মার্চের মধ্যে জিডিপি ২.৫% শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
এনএসও, তার দ্বিতীয় পূর্বাভাসে, ২০২১-২২ অর্থবর্ষে ৮.৯% জিডিপির প্রবৃদ্ধির অনুমান করেছিল।
অন্যদিকে তুলনাস্বরূপ ২০২২ সালের প্রথম তিন মাসে ৪.৮% জিডিপি বৃদ্ধি হয়েছে চিনের।