সায়ন্তিকার মতো লোক চাই। মঙ্গলবার বাঁকুড়ার জনসভা থেকে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে পরাজিত হওয়ার পরেও সায়ন্তিকা যেরকম ঘন-ঘন বাঁকুড়ায় আসেন, সেখানকার লোকজনের খোঁজ-খবর নেন, এদিন তার ভূয়সী প্রশংসা শোনা যায় তৃণমূল সুপ্রিমোর মুখে।
সায়ন্তিকার মতো সকলকে হওয়ার বার্তা দিয়ে মমতা বলেন, ‘সায়ন্তিকা ভোটে হেরে গিয়েও রোজ এখানে আসে। এরকমই লোক চাই’। একইসঙ্গে জেলার কর্মীদের একপ্রস্থ ধমক দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘ভোটে হেরে গিয়েছেন বলে একবছর তো কোনও কাজ করেননি। হেরে গিয়েও আজ দিদি যদি এখানে আসতে পারে, তাহলে আপনারা কেন যাবেন না মানুষের কাছে’?
একুশের বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রের পরাজয় ঝেড়ে ফেলে মুখ্যমন্ত্রী যে এদিন দলীয় কর্মীদের নতুন করে চাঙ্গা হওয়ারই বার্তা দিতেই এসেছেন, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। বর্তমানে রাজ্যজুড়ে দুয়ারে সরকার চলছে। দলীয় কর্মীদের সেই সমস্ত শিবিরে গিয়ে আধিকারিকদের সমস্যা না করে সাধারণ মানুষকে আবেদনপত্র পূরণ করে দেওয়া সহ নানান বিষয়ে সাহায্য করার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে একুশের ভোটে বাঁকুড়া কেন্দ্রে পরাজয়ের শোক-আক্ষেপ-আফশোস ঝেড়ে ফেলে দিয়ে ২০২৪ লোকসভা ভোটের লক্ষ্য নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ‘আপনারা কেন যাবেন না। দরজায়-দরজায় যান, আদিবাসীদের কাছে যান, সমস্যার সমাধান করুন। পাশে থাকুন’।