লখিমপুর কাণ্ডের অন্যতম সাক্ষী দিলবাগ সিংয়ের গাড়িতে গুলিবর্ষণ করল দুই আততায়ী। অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় কিষান ইউনিয়নের জেলা সভাপতি। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর।
এফআইআর থেকে জানা গিয়েছে, আততায়ীরা বাইকে করে এসেছিল। এবং তারপরই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে গাড়ির একটা চাকা ফেঁসে যায়। শুধু তাই নয়। গাড়িটি থেমে গেলে আততায়ীরা গাড়ির কাঁচ ভাঙারও চেষ্টা করে। বাইরে থেকে চালকের আসন লক্ষ্য করেও গুলি চালাতে থাকে। তা সত্ত্বেও অল্পের জন্য পরিত্রাণ পান দিলবাগ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। এই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র মনু। ওই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটেও মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে আশিসকে। এই মামলার অন্যতম সাক্ষী দিলবাগ সিং।