কিছুদিন আগেই ঝাড়গ্রামে গিয়েছিলেন তিনি। তারপর ফের একবার জঙ্গলমহল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফরে এসেছেন তিনি। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে বাঁকুড়ার জনসভা থেকে তিনি ঘোষণা করেন, বাঁকুড়া-পুরুলিয়া মিলে লাখ-লাখ কর্মসংস্থান হবে। তাঁর কথায়, ‘বড়জোড়া, বাঁকুড়া, পুরুলিয়া মিলে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। লাখ-লাখ কর্মসংস্থান হবে। একদিকে বালুচরী, অন্যদিকে ডোকরা, একদিকে টেরাকোটা, অন্যদিকে ট্যুরিজম শিল্প।’
গতকাল বাঁকুড়ার জনসভা থেকে মোদী-শাহকে দিল্লী ছাড়ার আওয়াজও তোলেন তৃণমূল নেত্রী। গ্যাসের দাম বৃদ্ধি থেকে গমের আকালের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। বিজেপিকে শকুনের সঙ্গে তুলনা করে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া থেকে নোটবন্দিতে বাজারে নকল টাকার পরিমাণ বেড়েছে বলে অভিযোগও তোলেন তিনি। ১০০ দিনের কাজের টাকা আদায়ের জন্য দলীয় কর্মীদের ব্লকে-ব্লকে আন্দোলনে নামারও নির্দেশ দেন। তাঁর নতুন স্লোগান, ‘আসল টাকা কোথায় গেল? মোদি, শাহ জবাব দাও। জবাব দাও, নয়তো গদি ছাড়ো।’ চব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে না বলেও দাবি জানান তৃণমূল নেত্রী।