মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় সমস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে থাকেন। পাশে থাকেন। তাঁদের ভালমন্দে আপদে বিপদে। তাই এবার যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে এসেছিলেন। সেই জনসভা শেষ করে অন্ডাল নজরুল ইসলাম বিমান বন্দরে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় প্রয়াত সংগীত শিল্পী কেকের মৃতদেহ শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী তার রুট চার্ট বদলে ফেলেন৷ বুধবার বাঁকুড়ার মঞ্চ থেকেই তিনি কাজি নজরুল ইসলাম বিমান বন্দরে পৌঁছান৷ সেখানে দাঁড়িয়েই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘‘কেকের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীর মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হলো সংগীত জগতে৷”
বস্তুত, এদিন সভার শুরুতেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সঙ্গীত শিল্পী কেকে-র অকাল প্রয়াণে শিল্পীকে শ্রদ্ধা জানাতে তিনি অণ্ডাল হয়ে আকাশপথে সোজা দমদম বিমান বন্দরে যাবেন। আর সেই কারণে সভার সময় এগিয়ে আনার পাশাপাশি সময়ও সংক্ষিপ্ত করা হবে। এদিন সভামঞ্চে মাত্র ২৫ মিনিট ছিলেন তিনি। তারপরেই সভামঞ্চ ছাড়েন তিনি। এরপরই অন্ডাল বিমানবন্দরে পৌঁছে আন্তর্জাতিকমানের বিমানবন্দর তৈরির ঘোষণা করেন তিনি৷ এদিন বাঁকুড়ার কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামীদিনে পাহাড়ে জঙ্গলে ঘেরা পুরুলিয়াতে তৈরি হবে ফিল্মসিটি৷ একই সঙ্গে এদিন একাধিক সরকারি প্রকল্পের কথাও ঘোষণা করেন৷ বস্তুত, উন্নয়নের প্রশ্নে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এদিনও সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে৷ ১০০ দিনের প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মমতা বলেন, ‘‘ কাজ করার ১৫ দিনের মধ্যে প্রকল্পের কর্মীদের টাকা দেওয়ার কথা। ‘গত পাঁচ মাস ধরে টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদি সরকার। বিচার হোক।”