কাজ ফেলে রাখার অভিযোগ পেতেই ফের অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুঁড়ে দিলেন প্রশ্ন, ‘৮ বছর ধরে জলপ্রকল্পের কাজ পড়ে রয়েছে কেন’? একইসঙ্গে তাঁর দাওয়াই, ‘সংশ্লিষ্ট বিভাগের কান মুলে দেওয়া উচিত’।
এদিন বাঁকুড়ায় প্রশাসনিক সভায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন প্রকল্পের কাজ বাকি থাকার অভিযোগ পেয়েছিলেন তিনি। সেই খতিয়ান তুলে ধরেন মমতা নিজেই। কোথাও স্টেডিয়ামের কাজ বাকি পড়ে রয়েছে। তো কোথাও জমির সমস্যা রয়েছে। একথা বলতে গিয়েই সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়,’৪-৫ বছর ধরে অনেক কাজ পড়ে রয়েছে। দ্রুত সেই কাজ শেষ করতে হবে’। তৃণমূল দলনেত্রীর ক্ষোভ, সরকারি কর্মচারীদের একাংশ কাজ করবে না। মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করবে। আর বদনাম হবে রাজ্য সরকারের। লোকে বলবে তৃণমূল কোনও কাজ করছে না।
টেন্ডারে গাফিলতির অভিযোগও মুখ্যমন্ত্রীর সামনে আসে। এর পরই মমতা জানতে চান, ‘টেন্ডার কীভাবে হচ্ছে? সরকারি কাজের টেন্ডার পরে রয়েছে কেন’? ধমক দেন কর্মাধ্যক্ষকেও। এর পরই তাঁর অভিযোগ, ‘টেন্ডারে স্বজনপোষণ চলছে’। এনিয়ে বাঁকুড়ার সভাধিপতির কাছে ৭ দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন তিনি।