স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র। ওষুধের দোকানের পাশাপাশি এখন থেকে শপিং মল বা স্টেশনারি দোকানেও পাওয়া যাবে ‘ওভার দ্য কাউন্টার’ ওষুধ। অর্থাৎ, এখন থেকে সর্দিকাশি বা জ্বর হলে যদি প্যারাসিটামলির প্রয়োজন হয়, তাহলে ওষুধের দোকানের সাথে পাড়ার মুদির দোকানেও তা খোঁজ করতে পারবে মানুষ। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়াই সাধারণ ওষুধ কিনে খেতে পারবেন। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।
উল্লেখ্য, এই জাতীয় ‘ওভার দ্য কাউন্টার সেল’ এর জন্য বিক্রেতাকে মানতে হবে কিছু শর্ত। প্রথমত, ওষুধের প্যাকেটের সঙ্গে ‘পেশেন্ট ইনফরমেশন লিফলেট’ জুড়ে দিতে হবে। অর্থাৎ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, ওষুধের প্যাকেটে যে দাম (এমআরপি) উল্লেখ করা থাকবে, তার বেশি দামে বিক্রি করা যাবে না। তৃতীয়ত, রোগীকে পাঁচদিনের বেশি ওষুধ বিক্রি করা যাবে না। এবং পাঁচদিনের মধ্যে সমস্যা না কমলে রোগীকে অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬টি ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকান থেকে কেনা যাবে। আর তা বিক্রি করা যাবে ওষুধের দোকান ছাড়া যে কোনও শপিং মলে। যেমন, জ্বর-সর্দির জন্য প্যারাসিটামল-৫০০ ট্যাবলেট কিংবা চুলকানির ওষুধ ফেরিডামিন, অথবা কাশি নিরাময়ের জন্য ডেক্সট্রমেথফোর্ন হাইড্রব্রোমাইড ওষুধ এবার থেকে পাওয়া যাবে মলে।
