২০২৪-এ লোকসভা ভোট। তবে তৃতীয়বারের জন্য আর ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি। মঙ্গলবার পুরুলিয়ার কর্মীসভা থেকে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যতই চেষ্টা করো, ২০২৪ আর হবে না, ওটা নো এন্ট্রি৷ এখন থেকেই জনগণ বলে দিচ্ছে, ২০২৪-এ নো এন্ট্রি৷
মমতার দাবি, বিহারে লালুপ্রসাদ যাদব হোক, কিংবা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, বিরোধীদের দমিয়ে রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘মোদীবাবু কখনও লালুপ্রসাদের বাড়ি, কখনও দিল্লিতে আপ নেতা, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে সিবিআই যাচ্ছে।’ তাঁর আরও সংযোজন, ‘কাউকে কয়লা, কাউকে গরু পাচার মামলায় কেস দেওয়া হচ্ছে। কয়লা তো কেন্দ্রের অধীনে’!
আবার, সীমান্ত দিয়ে কেন গরু পাচার হয়, তা নিয়ে সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকেই দায়ী করেন মমতা। বলেন, ‘বিএসএফের ক’জনকে গ্রেফতার করা হয়েছে?’ এর পরই তাঁর মন্তব্য, ‘বিজেপি নেতাদের ঘরে ঘরে ইডি-সিবিআইয়ের যাওয়া উচিত। বিজেপি করলেই সাত খুন মাপ হবে?’
উনিশের লোকসভা থেকে জঙ্গলমহলে তৃণমূলের গণভিত্তিতে ধস নেমেছিল। একুশের বিধানসভাতেও পশ্চিমাঞ্চলের এই জেলায় মাত্র তিনটি আসন পেয়েছিল তৃণমূল। এদিন মমতা বলেন, ‘হয়ত আমাদের লোকজন কিছু ভুল করেছিল। তাই পুরুলিয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু জেতার পর এমপি-রও দেখা নেই, এমএলএ-দেরও দেখা নেই। সব পালিয়ে গেছে। পলয়ন্তি’।