বিগত কিছু দিন ধরেই বেসুরো তিনি। এই মুহূর্তে এনডিএ-র সবথেকে বড় শরিক হলেও সাম্প্রতিক কালে বারবারই বিজেপির সঙ্গে তাঁর দলের মতানৈক্য সামনে এসেছে। আরজেডি-সখ্য থেকে শুরু করে তাঁর জাতশুমারি নিয়ে অবস্থান গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। এবার আরও আগ্রাসী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মোদীর মন্ত্রিসভায় জেডিইউ-এর একমাত্র মন্ত্রী এবং বিজেপি ঘনিষ্ঠ রামচন্দ্র প্রসাদ সিংকে শেষ পর্যন্ত রাজ্যসভায় যাওয়ার টিকিট দিলেন না তিনি। বেশ কিছু দিন ধরেই এ নিয়ে জল্পনা চলছিল। কিন্তু রাজ্যসভার আসন্ন নির্বাচনে বিহার থেকে যে একটি আসনে নীতিশের দলের জয় নিশ্চিত সেটির জন্য প্রার্থী করা হয়েছে জেডিইউ-এর ঝাড়খণ্ডের সভাপতি খিরো মাহাতকে। আর তারপরেই এই প্রশ্ন উঠে গিয়েছে যে, তবে কি নীতিশ কুমারের সঙ্গে বিজেপির বিচ্ছেদ আসন্ন?
রামচন্দ্র প্রসাদ বা আরসিপিকে টিকিট না দিয়ে নীতিশ বিহারের রাজনীতিকে আরও বাঁকের মুখে ঠেলে দিলেন বলে ওয়াকিবহাল মহলের অভিমত। প্রধান বিরোধী দল আরজেডি-র দাবি মেনে নীতিশ ইতিমধ্যেই বিহার জাত গণনার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী পরশু এ নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্য বিজেপি যোগ দেবে কি না তা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, নীতিশ এবং বিরোধী দলনেতা আরজেডি নেতা তেজস্বী যাদব এক সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে গোটা দেশেই জাত গণনার দাবি জানিয়েছিলেন। ফলে জাত গণনা নিয়ে সরকারের বড় শরিক বিজেপির সঙ্গে তাঁর বিরোধ স্পষ্ট হয়ে গিয়েছে। নয়া বিরোধের সূত্রপাত হল আরসিপি-কে রাজ্যসভায় টিকিট না দেওয়ায়।
উল্লেখ্য, প্রাক্তন এই আমলা বর্তমানে মোদী সরকারের স্টিল মন্ত্রকের দায়িত্বে। বিহার থেকে বিজেপি এবার দু’জনকে রাজ্যসভায় পাঠাতে পারবে। দুই আসনেই তাঁরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন্য কোনও রাজ্য থেকে আরসিপি-কে প্রার্থী না করা হলে তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ছাড়া কোনও রাস্তা খোলা নেই। এই পদক্ষেপের মাধ্যমে নীতিশ বুঝিয়ে দিলেন দলের একমাত্র মন্ত্রীকেও তিনি আর মোদীর মন্ত্রিসভায় রাখতে চাইছেন না। আগামীদিনে কেন্দ্রের এনডিএ সরকারে আর এই শরিক দলের কোনও মন্ত্রী থাকবে না। প্রকারান্তরে বিজেপিকে বিচ্ছেদের আগাম বার্তাই দিয়ে রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে বিরোধী শিবিরের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন নীতিশ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে। বিহারের ঘটনাক্রমের দিকে নাকি নজর রেখেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও। এর মধ্যে আবার প্রশান্ত কিশোরের সঙ্গে নীতিশের নৈশভোজ জল্পনা আরও বাড়িয়েছে।